ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় পার্টির নেতাদের বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জাতীয় পার্টির নেতাদের বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য জাতীয় পার্টির নেতাদের ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দিয়েছেন তারা। যদি নেতারা ক্ষমা না চান ও বক্তব্য প্রত্যাহার না করেন, তবে রংপুরসহ সারাদেশে জাতীয় পার্টির বিরুদ্ধে গণবিপ্লব ও আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দেয়া হয়েছে।

গতকাল রোববার দুপুরে নগরীর সিটি বাজারের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এই আল্টিমেটাম দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, রংপুরে জাতীয় পার্টির একটি বিক্ষোভ মিছিল সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, যেখানে নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের বিরুদ্ধে বাজে ভাষায় মন্তব্য করা হয়েছে।

তারা জাতীয় পার্টির নেতাকর্মীদের অসভ্য আচরণ ও জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। গণঅধিকার পরিষদের নেতারা দাবি করেছেন, জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহযোগী হিসেবে পরিচিত এবং তারা আগেও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। তারা রংপুরের শান্তি ও সহনশীলতার স্বার্থে উদারতা দেখানোর আহ্বান জানান, তবে জাতীয় পার্টি এটি দুর্বলতা হিসেবে মনে করছে বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ বলেন, জাতীয় পার্টি বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা এবং তাদের নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি আরো জটিল করছে।

তিনি আহ্বান জানান, জাতীয় পার্টির নেতৃবৃন্দ যেন ইতিবাচক রাজনীতির ধারাকে অব্যাহত রাখেন।

সাম্প্রতিক সময়ে গণঅধিকার পরিষদের বিরুদ্ধে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা রংপুরের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার দিকে পরিচালিত করে। এ সময় সাবেক রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘এটি ঢাকা নয়, রংপুর। এখানে গুন্ডাপান্ডা হায়ার করে লাভ হবে না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত