ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীতে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজশাহীতে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

যেখানেই কোনো অন্যায় কিংবা অসংগতি দেখা মিলবে সেখানেই দাবি ও প্রতিবাদ তুলে ধরতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহীতে এক আলোচনা সভার বক্তারা। গত শনিবার বিকেলে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত নাট্যপ্রদর্শনী পরবর্তী এক আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান। ইউএসআইডি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজশাহীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আযহারুল হক বলেন, আমাদের সমাজের অসংগতির কথা তুলে ধরতে হবে, বলতে হবে গণতন্ত্রের কথা। বৈষম্য ও অসংগতি মূলত তৈরি হয় কথা না বলার মাধ্যমে। তিনি বলেন, সবাইকে নিয়ে আমাদের দেশ গড়ার শপথ নিতে হবে। দূর করতে হবে জড়তা, সব ধরনের অসংগতি। রাজশাহীর মাল্টিপার্ট এডভোকেসি ফোরামের ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা মামুন বলেন, আগস্টের গণঅভ্যুত্থানে তরুণরা রাজপথ প্রকম্পিত করেছিল।

আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের আরো শক্তিশালী, মেধাবী ও কর্মঠ হতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমরা তরুণদের দেখেছি নিজেদের জীবন উৎসর্গ করতে। এই শক্তি কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেকোন ধরনের অসংগতির বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে রাজশাহীর মাল্টিপার্ট এডভোকেসি ফোরামের যুগ্ম সম্পাদক তাজমুলতান টুটুল বলেন, দেশটা আমাদের। দেশ নিয়ে আমাদেরই কথা বলতে হবে।

এছাড়াও, একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য মুক্তভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার প্রতি জোর দেন বক্তারা। একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইতিবাচক ও মুক্তচিন্তা প্রকাশের মাধ্যমে কোন বিকল্প নেই। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম এসিস্ট্যান্ট আশেক তানভীর অনীকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন সম্পর্কে জানান ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কমিউনিকেশনস অফিসার সোহরাব হোসেন। ইউএসএআইডির স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মাধ্যেমে দেশব্যাপী বিভিন্ন জেলা ও ক্যাম্পাসে নাট্য প্রদর্শনী, আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক প্রত্যাশা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি পরিচালিত করছে। www.amiojittechai.com ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের নাগরিকদের বিভিন্ন দাবি, মতামত ও সমস্যার কথা তুলে ধরতে কাজ করছে। আলোচনা সভার আগে অনুষ্ঠানে একটি ইন্টারেক্টিভ থিয়েটার পরিবেশিত হয়। এছাড়া ছিল কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা। এ সময় www.amiojittechai.com ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের দাবি ও মতামত তুলে ধরার আহ্বান জানানো হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত