ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বেসরকারি উদ্যোগে গড়ে উঠছে পুন্ড্র ইকোনোমিক জোন

৩৫ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

৩৫ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

একসময় শিল্পনগরী হিসেবে খ্যাত বগুড়া আবারও শিল্পায়নের পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে বগুড়ার স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান এখানে শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য আগ্রহ প্রকাশ করছে। পর্যাপ্ত শ্রমশক্তি, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সুবিধা, স্বল্পমূল্যে অবকাঠামো গড়ে তোলার সহজলভ্যতা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে বেসরকারি উদ্যোক্তারা এখানে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের সম্ভাবনা দেখছেন। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কের পাশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্যের কারখানা ও গোডাউন স্থাপন করেছে। এতে করে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে। শিল্পাঞ্চল সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় এলাকার গুরুত্বও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় বগুড়া শহরতলীর বাঘোপাড়া, গোকুল, মহিষবাথান এবং তেলিহারা এলাকায় বেসরকারি খাতে গড়ে উঠছে পুন্ড্র ইকোনোমিক জোন। এটি সম্পূর্ণ প্রতিষ্ঠিত হলে প্রায় ৩৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। যার সন্নিকটে যথেষ্ট আবাসন সুবিধা, কারিগরি শিক্ষার পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য পুন্ড্র বিশ্ববিদ্যালয়সহ আধুনিক চিকিৎসাসেবা সম্বলিত হাসপাতাল ছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা বিদ্যমান। এই শিল্প জোনে দেশি-বিদেশি মিলে প্রায় ১৬টি বিনিয়োগকারি প্রতিষ্ঠান বিভিন্ন শিল্পখাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। পুরো মাত্রায় এই শিল্পজোন প্রতিষ্ঠিত হলে সেখানে প্রায় ৩৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই শিল্পাঞ্চলে গ্যাস ফ্যাক্টরি, টাইলস ও সিরামিক কারখানা, লাইট ইঞ্জিনিয়ারিং, ভেহিকেল অ্যাসেম্বলিং প্লান্ট, কুটির শিল্প, ইলেকট্রনিক্স শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত