হুইলচেয়ার পেয়ে মোসাব্বিরের মুখে হাসির ঝিলিক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী শিশু মোসাব্বির হোসেনের (৫) মুখে হাসির ঝিলিক। অসহায় পিতা-মাতার আর্থিক সংকটের কারণে এতোদিন ছেলের হুইল চেয়ারের আবদার রক্ষা করতে পারেনি। অবশেষে ‘ঈশ্বরগঞ্জ পরিবার’ অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠনের সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে অসহায় শিশু মোসাব্বির ও তার পিতা-মাতার মুখে স্বস্তির হাসি দেখা দিয়েছে। জানা গেছে, ‘ঈশ্বরগঞ্জ পরিবার’ ফেসবুক গ্রুপের সদস্য গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মো. রায়হানপর ছেলে মেসাব্বিরকে নিয়ে পোস্ট করায় বিষয় টি গ্রুপের এডমিন, মডারেট প্যানেলের চোখে পড়ে। এরপর দ্রুত তারা মোসাব্বিরকে হুইলচেয়ার দেয়ার ব্যবস্থা করে। মোসাব্বির জন্মগতভাবে ছিল প্রতিবন্ধী। সে চলাফেরা করতে পারে না। বাবা মায়ের কোলে চড়ে কিছুক্ষণ থাকলেও বাকি সময় তাকে শুয়ে থাকতে হয়। অভাব-অনটনের সংসারে তাকে একটি হুইল চেয়ার কিনে দেয়ার মতো সামর্থ্য নেই পরিবারটির। এ ব্যাপারে মোসাব্বিরের বাবা মো. রায়হান বলেন, বসতবাড়ি ছাড়া তাদের কোনো সম্পদ নেই। তিনি মানুষের জমি আধি নিয়ে চাষাবাদ করে কোনো রকমে সংসার চালায়। দীর্ঘদিন ধরে একটি হুইল চেয়ারের অভাবে সারাদিন তার ছেলেকে শুয়ে থাকতে হতো।
এখন চেয়ার পেয়ে পুরো পরিবারের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠেছে। ঈশ্বরগঞ্জ পরিবারের মডারেট ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক বলেন, স্বেচ্ছাসেবী এ সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যেমন, বৃক্ষরোপণ, ঘর প্রদান, টিউবওয়েল প্রদান, অসুস্থ রোগীদের অনুদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ও সপ্তাহে একদিন একটি অসহায় পরিবারকে এক সপ্তাহের বাজার প্রদান অন্যতম। সর্বশেষ আমরা শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছি। এ কার্যক্রম ভবিষতেও অব্যহত থাকবে। ঈশ্বরগঞ্জ পরিবারের এডমিন রাজিব আলামিন বলেন, যারা এই হুইল চেয়ার প্রদানে সহযোগিতা করেছেন ওই অসহায় পরিবারের পক্ষ থেকে ও ‘ঈশ্বরগঞ্জ পরিবার’ এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।