ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সেন্টমার্টিনে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণে কোস্ট গার্ড

সেন্টমার্টিনে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণে কোস্ট গার্ড

সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা দেয়ার জন্য গতকাল শনিবার কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। তিনি আরো বলেন, এ সময়ে বাংলাদেশ কোস্ট গার্ডের চিকিৎসক ও মেডিকেল এসিস্টেন্টরা দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে সার্জন লে. কমান্ডার জাকির হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত