ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোখলেছুর রহমানের পদত্যাগ

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোখলেছুর রহমানের পদত্যাগ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. মোখলেছুর রহমান বস্তু দলের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি তিনি নিশ্চিত করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবর লিখিত পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, জাতীয় পার্টি দেশের স্বার্থ ও গণতান্ত্রিক ভূমিকার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের অন্যায়, অগণতান্ত্রিক, একনায়কতন্ত্র কর্মকাণ্ডের প্রতি নীরব সমর্থন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে জাতীয় পার্টির অবস্থান স্পষ্ট না হওয়ায় মর্মাহত।? বিধায় তিনি বিবেকবোধ থেকে দেশ ও জনগণের স্বার্থে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দাবির প্রতি পূর্ণসমর্থন রেখে জাতীয় পার্টির সকল পদণ্ডপদবী থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

একইসাথে জাতীয় পার্টি তথা অঙ্গ-সহযোগী কিংবা সমমনা সংগঠনের সঙ্গে তার আর কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান। মোখলেছুর রহমান বস্তু বলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলমান থাকা অবস্থায় গত ১৪ জুলাই তিনি পদত্যাগপত্রটি জমা দেন। জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এটি গ্রহণ করেন। উল্লেখ্য, ব্যবসায়ী মোখলেছুর রহমান বস্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছাড়াও এরআগে কেন্দ্রীয় ছাত্রসমাজের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ইতোপূর্বে তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিপক্ষে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত