ঢাকা ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ

যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ

দেড়শ’ বছরের পুরোনো ঐতিহ্যবাহী শিল্প ও সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে থামে না সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি। এতে যোগাযোগব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সেজন্য কুমারখালী স্টেশনে যাত্রা বিরতির দাবিতে প্রায় ২২ মিনিট ট্রেন থামিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কয়েক হাজার জনতা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমারখালী রেলস্টেশনে সুন্দরবন এক্সপ্রেস নামের ট্রেনটি থামিয়ে কর্মসূচি পালন করেন তারা। এর আগে সকাল ১০টা থেকে স্টেশন চত্বরে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র, জনতা, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ নানা শ্রেণির মানুষ জড়ো হতে থাকেন রেলস্টেশনে। এসময় বিক্ষোভকারীরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে যাত্রা বিরতির দাবিতে আল্টিমেটাম দেন। পরে কুমারখালী স্টেশন মাস্টার এসে আশ্বস্ত করলে বিক্ষোভ বন্ধ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, সাংবাদিক কেএম আর শাহিন, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত নুরুল টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া আনছার মিলন প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম। তিনি বলেন, যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত