দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নামিয়ে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো: নূরুল ইসলাম খান বলেছেন, বাজার নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকরী পদক্ষেপ না নেয়ায় খাদ্যসহ নিত্যপণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দানা বাঁধছে। সরকার দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে বিগত সরকারের প্রেতাত্মা ও দোষরদের উপর দোষারোপ করে অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে পারবে না। তাই আইনশৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কারণ আইনশৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারকে গণরোষের কবলে ফেলতে পারে। আজ দেশের মানুষ আ শুধু সংস্কার নয়, নিজেদের জানমাল ও খাদ্যের নিশ্চয়তা চায়। গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর টিকাটুলিতে ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব অ্যাডভোকেট মো: নূরুল ইসলাম খান একথা বলেন। দলের ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদণ্ডএর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দলের মহাসচিব অ্যাডভোকেট মো: নূরুল ইসলাম খান আরো বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নতুন পরিস্থিতিতে নিঃসন্দেহে সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে- আইনশৃঙ্খলা ঠিক রাখা, মানুষের জানমালের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা এগুলো নিশ্চিত না হলে সামাজিক, অর্থনৈতিক ও সরকারি দৈনন্দিন কার্যক্রম পরিচালনাই কঠিন হয়ে পড়বে। ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সাড়া দেশে মাঠে নামানোর পরেও এখনো জনগণ তাদের জান ও মালের নিরাপত্তা নিয়ে শংকিত। আমরা দ্রুত এ নাজুক পরিস্থিতির অবসান চাই।