ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রস্তুত আছে। সংগঠনটির সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব গ্রহণ করতে রাজি, যদি সেই প্রস্তাবের শর্তগুলোকে ইসরায়েল যথাযথ সম্মান করে। হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য নাইম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইসরায়েলকে আগ্রাসন বন্ধে চাপ দিতে আহ্বান জানান। তিনি বলেন, আমরা মার্কিন প্রশাসন ও ট্রাম্পকে আগ্রাসন বন্ধে ইসরায়েলি সরকারকে চাপ দেয়ার আহ্বান জানাচ্ছি। হামাস নেতা নাইমের মন্তব্য এমন সময় এলো, যখন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর দায়িত্ব থেকে কাতার সরে গেছে। গত শনিবার কাতার সরকার জানায়, হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনার প্রতি গুরুত্ব না দেয়া পর্যন্ত তারা আর মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে না। এদিকে গাজা ও লেবাননজুড়ে ইসরায়েলি তাণ্ডব চলছেই।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত শুক্রবার জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১২০ জন আহত হয়েছে।
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিগুলোয় বাসিন্দাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা দাবি করেছে, গত এক দিনে হিজবুল্লাহর ১২০টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।