রক্তদাতাদের সম্মাননা প্রদান করলো ঢাবির জসীম হল ‘বাঁধন’
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাবি প্রতিনিধি
জীবন বাঁচাতে রক্ত দিতে যারা এগিয়ে আসেন তাদের প্রতি সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সম্মান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল বাঁধন ইউনিট। গত শুক্রবার রাতে হল মিলনায়তনে ‘রক্তদাতা সম্মাননা ২০২৪’ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়, পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। রক্তদাতাদের সম্মাননা প্রদান ও পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে। এ ছাড়াও বিভিন্ন হল ইউনিট হতে আগত অতিথিদের চাবির রিং এবং ফুল দিয়ে বরণ করে নেন বাঁধন হল ইউনিটের কর্মীরা। অনুষ্ঠানের অতিথি হলের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এসএম লাবলুর রহমান হল জীবনে তার বিভিন্ন স্মৃতির কথা উল্লেখ করেন এবং হলের এ ধরনের কর্যক্রমের প্রশংসা করেন। ভবিষ্যতে বাঁধনের কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করার ইচ্ছার কথা উল্লেখ করেন। অতিথি হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম শাহীন খান শিক্ষার্থীদের সহ-শিক্ষামূলক কার্যক্রমকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি বাঁধন কর্মীদের আত্মার বন্ধনের কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং এ আন্দোলনকে সামাজিক আন্দোলনে রুপ দেয়ার জন্য শিক্ষার্থীদের অবদানের প্রশংসা করেন। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক শিক্ষক ও অবসরপ্রাপ্ত কর কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। বাঁধন কর্মীদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি তাদেরকে চাকরিসহ বিভিন্ন ক্ষেত্র বিশেষ সুবিধা দেয়া প্রয়োজন বলে উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বাঁধনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সফলতা কামনা করেন। উপ-উপাচার্য বলেন, জনসেবা করার মহত উদ্দেশ্যকে সামনে রেখে বাঁধন কাজ করে যাচ্ছে এবং রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিনত করার জন্যে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বাঁধন কর্মীদের ধন্যবাদ জানান এবং উন্নত দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের প্রশংসা করেন। প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাকিং প্রতিযোগিতায় উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বর্তমান প্রশাসনের ভূমিকার কথা উল্লেখ করেন এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। বাঁধন হল ইউনিটের সভাপতি হিজবুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এর সদস্য-অর্থ ও সরকারের অতিরিক্ত সচিব এসএম লাবলুর, বাঁধনের উপদেষ্টা আবাসিক শিক্ষক হাবিবুল্লাহ মিলন, অনুষ্ঠান আহ্বায়ক শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।