বশেমুরকৃবি বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাফেটারিয়া ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মো. সফি উদ্দিন। সভায় বক্তব্য রাখে আবুল কাশেম, আব্দুল হামিদ, আব্দুল মতিন আকন্দ প্রমুখ। সভায় বৈষম্যের শিকার কর্মচারীদের বিভিন্ন যৌক্তিক দাবির প্রেক্ষাপট এবং এর গুরুত্ব তুলে ধরা হয়। সভায় ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন মো. রেজাউল কবির এবং সদস্য-সচিব রেজাউল করিম সুমন। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম-আহ্বায়ক মো. সফি উদ্দিন, মো. কামাল হোসেন, মো. দুলাল হোসেন। সদস্য হিসাবে মনোনীত হয়েছেন মো. আবুল কাশেম, মো. আব্দুল হামিদ, মো. সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান শিকদার, মো. আনোয়র হোসেন, আব্দুল মতিন আকন্দ, সাব্বির আল আমিন মণ্ডল, মো. আব্দুল কাদির, মো. আলমগীর হোসেন এবং মোফাজ্জল হোসেন।