ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ধীরগতির প্রকল্পে কমবে বরাদ্দ

গুরুত্বপূর্ণগুলোতে অগ্রাধিকার
ধীরগতির প্রকল্পে কমবে বরাদ্দ

সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নশ্চিত করতে ধীর গতির প্রকল্পে বরাদ্দ কমানো এবং দ্রুত বাস্তবায়নযোগ্য গুরুত্বপূর্ণ প্রকল্পে অগ্রাধিকার দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সংশোধন করা হচ্ছে। এই সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়নের পদ্ধতি কীভাবে হবে তা ঠিক করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। ওই নির্দেশনায় ধীরগতি সম্পন্ন প্রকল্প থেকে বরাদ্দ হ্রাস করে দ্রুত বাস্তবায়নযোগ্য গুরুত্বপূর্ণ প্রকল্পে প্রয়োজন অনুযায়ী বরাদ্দ দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে বরাদ্দ দেয়ার ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ ও জলবায়ু, কৃষি, কৃষিভিত্তিক শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং বন্যা-উত্তর পুনর্বাসন সংশ্লিষ্ট প্রকল্পকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মধ্যমেয়াদি বাজেট কাঠামো পদ্ধতির আওতায় সব মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সুষ্ঠু ও সময়মত বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে সংশোধিত বাজেট প্রণয়ন করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত