ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে জমি জালিয়াতি

অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আবেদন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে জমি জালিয়াতি ও অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন এবং শিক্ষা কার্যক্রমের মেয়াদ নবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য এই ঘটনার পরিণতি মারাত্মক হতে পারে বলে জানান কর্তৃপক্ষ। সূত্র জানায়, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২ শতক জমি বায়নাকৃত ছিল, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নামে রেজিস্ট্রি না করে, অন্যদের কাছে বিক্রি করা হয়। এ বিষয়ে জয়েন্ট ইসলামী ফাইনান্স এন্ড কমার্স এমসিএস লি. এর ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের জমি সংক্রান্ত লেনদেনে জড়িত ছিলেন। তারা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জমি কেনার জন্য যা অর্থ গ্রহণ করেছিলেন, তা ফিরিয়ে না দিয়ে উধাও হয়ে যান। এ ছাড়া, যেহেতু জমির রেজিস্ট্রি করা হয়নি, তাই এই জমি অন্যদের কাছে বিক্রি করার মাধ্যমে কোম্পানির ব্যবস্থাপনা কমিটি বিশ্ববিদ্যালয়ের বিপরীতে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, সৈয়দ এহসানুল হক, এক লিখিত আবেদন মাধ্যমে প্রশাসনকে সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেন যে, জমি বেহাত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, কার্যক্রম বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মেয়াদ নবায়নে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে, সৈয়দ এহসানুল হক মহোদয় পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন। তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এমন জালিয়াতি ও প্রতারণা রোধ করা যায়। এ ছাড়া, পুলিশের পক্ষ থেকেও এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে এবং প্রশাসন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে জানা গেছে।