শহীদ আবু সাঈদের পরিবারকে দিতে হবে না বিদ্যুৎ বিল

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার আত্মত্যাগের ফলে গণঅভ্যুত্থানসহ সরকার পতন এবং রাজনৈতিক পট পরিবর্তনে অনন্য ইতিহাস রচিত হয়েছে উল্লেখ করে এই শহীদের পরিবার থেকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল না নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

গতকাল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠিটি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজারকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথগ্রহণপূর্বক শহীদ আবু সাঈদের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত করেন। এরপর উপস্থিত সুধী সমাবেশে প্রধান উপদেষ্টা দেশের এই ঐতিহাসিক অবদানের জন্য আবু সাঈদের আত্মত্যাগকে স্বীকৃতি দেন। প্রধান উপদেষ্টার কাছে উপস্থিত এলাকাবাসী ও স্থানীয় ব্যক্তিরা শহীদ আবু সাঈদের পরিবারকে মানবিক দিক বিবেচনায় বিদ্যুৎ বিল মওকুফ করার দাবি রাখেন।