ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শ্রম ও সড়ক পরিবহন আইন সংশোধনের দাবি

শ্রম ও সড়ক পরিবহন আইন সংশোধনের দাবি

শ্রম ও সড়ক পরিবহন আইন সংশোধন করে সারা দেশের জন্য একক আইন প্রণয়নের মাধ্যমে ট্রেড ইউনিয়ন অধিকারসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমাধিকারগুলো সবার জন্য নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে এ দাবি জানায় ‘ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটোটেম্পু, অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন’। সমাবেশ শেষে শ্রম উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন বলেও জানান তারা। সমাবেশে বক্তারা বলেন, শ্রম ও সড়ক পরিবহন আইন সংশোধন করে সারা দেশের জন্য একক আইন প্রণয়নের মাধ্যমে প্রাইভেট কার-মাইক্রোবাস চালক, রাইডার, ই-প্লাটফর্ম কর্মিসহ সব শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাদের নিয়োগপত্র, কর্মঘণ্টা, চাকরির নিরাপত্তা, ন্যায্য মজুরি, অতিরিক্ত কাজের মজুরি, চাকরির অবসানে ক্ষতিপূরণ, উৎসব ভাতা, ছুটি, দুর্ঘটনায় আজীবন আয়ের মানদ-ে ক্ষতিপূরণ, ট্রেড ইউনিয়ন অধিকারসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমাধিকারগুলো সবার জন্য নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, আইএলও গভার্নিং বডির সভায় সরকার আগামী মার্চ মাসের মধ্যে শ্রম আইন-২০০৬ সংশোধন করার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। এই সংশোধনি যেন ২০১৩ বা ২০১৮ এর মতো প্রতারণামূলক না হয়। বিদ্যমান শ্রম আইনকে এমনভাবে সংশোধন করতে হবে যাতে ব্যক্তিগত গাড়ির চালক, রাইডার, ই-প্ল্যাটফরম কর্মীসহ সব শ্রমিকের অধিকারের সুরক্ষা একই আইনের অধীনে নিশ্চিত করা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত