প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
তাবলিগ জামাতের একাংশের শীর্ষ নেতা ভারতীয় মাওলানা সাদ কান্দলভীকে বিশ্ব ইজতেমায় আসতে অনুমতি দেয়ার দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছেন সাদপন্থিরা। গতকাল মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন তার প্রেস সচিব মো. শফিকুল আলম। তাবলিগ জামাত বাংলাদেশের আহলে শুরা সৈয়দ ওয়াসিফ ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে লেখা হয়, ‘বিপুল ত্যাগ-তিতীক্ষা ও গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকারের সফলতার মাধ্যমে সব জুলুমণ্ডঅত্যাচার দূর হয়ে রাষ্ট্রের সব স্তরে যাতে সুবিচার প্রতিষ্ঠা নিশ্চিত হয়, এজন্য আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে অন্তর থেকে দোয়া করি।’ দাওয়াত ও তাবলিগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, ‘আজ থেকে প্রায় একশ’ বছর আগে ভারতের দিল্লিস্থ নিজামুদ্দীন বাংলাওয়ালী মসজিদ হতে হজরত মাওলানা ইলিয়াছ (রহ.) রসুলুল্লাহ (সা.) ও সাহাবার (রা.) তরিকার অনুসরণে এ মেহনত শুরু করেন।