ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

গ্রেপ্তার দুই
সিরাজগঞ্জে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাঙলাকান্দা নলুয়া গ্রামের চাঞ্চল্যকর রইস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ২ গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, লুট হওয়া মোবাইল, ট্রাউজার ও লুঙ্গি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- ওই গ্রামের আজিজ আলী মণ্ডলের ছেলে মামুন (২৯) ও জুগ্নীদহ পশ্চিমপাড়া গ্রামের মৃত রানুর ছেলে জয়নাল শেখ (৫০)। অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, রইস উদ্দিনের প্রথম স্ত্রী মারা যাবার পর দ্বিতীয় বিয়ে করে। প্রায় ৯ বছর আগে আগে দ্বিতীয় স্ত্রীও তাকে তালাক দিয়ে চলে যায়। এরপর থেকে সে একাই থাকতো এবং মুদি দোকান করতো। প্রতিদিনের মতো গত ৩ নভেম্বর সকালে সে দোকানে আসলেও রাতে সে আর বাড়ি ফেরেনি। স্বজনেরা তাকে বহু খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে গত ৮ নভেম্বর সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়। একপর্যায়ে গত ১৮ নভেম্বর সন্ধ্যার শাহজাদপুর পৌর এলাকার নলুয়া বাজারের পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত