বিডিআর বিদ্রোহে কারাবাসকারীদের মুক্ত করে দেয়ার পরামর্শ মাহবুব উল্লাহর
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিডিআর বিদ্রোহের কারণে যারা দীর্ঘ কারাবাস করেছেন তাদের মুক্ত করে দেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘৬৪ জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর-২০০৯’ এর ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। ‘পিলখানায় সংঘটিত পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ডের পুনঃতদন্তের মাধ্যমে শহীদ সেনা পরিবারের সদস্যদের পুনর্বাসনসহ প্রহসনের বিচারে অভিযুক্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল এবং জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে’ এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ড. মাহবুব উল্লাহ বলেন, বিডিআর বিদ্রোহের পর শত শত বিডিআর সদস্যদের আটক করা হয়েছে। কিন্তু যারা আসল ষড়যন্ত্রকারী তারা বাইরে রয়ে গেছে। আসল ষড়যন্ত্রকারীদের না ধরে নিরীহ সৈনিকদের যারা হয়তো অনেকে ভুল পথে পরিচালিত হয়েছে, আবার অনেকে হয়তো নির্দোষ তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাই, সত্যিকারের ষড়যন্ত্রকারী যারা তাদের যেন বিচারের আওতায় আনা হয়। এর পাশাপাশি আমি বলবো, ঘটনা ঘটেছে ২০০৯ সালে।