ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধভাবে পুকুর খননে সিরাজগঞ্জে ৪০০ বিঘা জমিতে জলাবদ্ধতা

অবৈধভাবে পুকুর খননে সিরাজগঞ্জে ৪০০ বিঘা জমিতে জলাবদ্ধতা

শয্যভান্ডার খ্যাত চলনবিলের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রায় ৪০০ বিঘা জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত ভাবে পুকুর খননে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে আবাদি জমি অনাবাদি হওয়ায় বিপাকে পড়েছে কৃষকেরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন স্থানে ধান গম ভুট্টাসহ অনান্য ফসল চাষাবাদ হয়ে থাকে প্রতিবছর।

কিন্তু এ শয্যভান্ডার খ্যাত উপজেলার ৪ শতাধিক বিঘা ফসলি জমি এখন জলাবদ্ধতায় রয়েছে। স্থানীয় কৃষকেরা বলছেন, দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী লোকজন ওই উপজেলার বিভিন্ন স্থানে অপরিকল্পিত ভাবে পুকুর খনন করছে। সংশ্লিষ্ট প্রশাসনের অনুমোদন না নিয়েই এ পুকুর খনন করা হয়েছে। এ কারণে পুকুর খনন এলাকার জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি এ পুকুর খনন করা হয়েছে ওই উপজেলার রামকৃষ্ণপুর ও বাঙ্গালা ইউনিয়নের বিভিন্ন স্থানে। জলাবদ্ধতার কারণে এ অঞ্চলের অনেক কৃষকের জমি এখন অনাবাদি হয়ে পড়েছে। এ কারণে মৌসূমি ফসল চাষাবাদে বিপাকে পড়েছে অনেক কৃষক।

তবে এ উপজেলার আগরপুর, খুদ্রসিমলা গ্রামেই প্রায় আড়াইশ বিঘা জমি এখন জলাবদ্ধ। এমনকি পুকুর খননকারীরা পানি নিষ্কাশনের কালভার্টের মুখে পার দিতেও দ্বিধা করেনি। এরই মধ্যে জেলা প্রশাসন বরাবর জলাবদ্ধতা নিরসনে অভিযোগ দেয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, জলাবদ্ধতা নিরসন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহিদ সরকার আলোকিত বাংলাদেশকে বলেন, অবৈধভাবে পুকুর খননে চলনবিল এলাকার উল্লাপাড়া উপজেলার অনেক স্থানে জলাবদ্ধতা রয়েছে। সংশ্লিষ্ট প্রশসান জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত