বাংলাদেশে ব্যবসারত বহুজাতিক কোম্পানিগুলো মুনাফার একাংশ বিদেশে পাঠিয়ে থাকে। এসব কোম্পানির বিভিন্ন পন্থায় মুনাফা অন্যত্র সরিয়ে নেয়া এবং বিত্তবানদের একাংশ বিদেশে সম্পদ পাচারের ফলে বছরে ৩৫৫ মিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক (টিজেএন)। এ দেশে ব্যবসারত বহুজাতিক কোম্পানিগুলো মুনাফার একাংশ বিদেশে পাঠিয়ে দেয়ার কারণে বাংলাদেশ ৩৩৫ মিলিয়ন ডলার হারিয়েছে।