নয়াদিল্লির প্রেস মিনিস্টার হলেন ফয়সাল মাহমুদ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকার ভারতের নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনে প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) নিয়োগ পেয়েছেন ফয়সাল মাহমুদ। নয়াদিল্লিতে নিয়োগ পেয়েছেন ফয়সাল মাহমুদ এবং লন্ডনে নিয়োগ পেয়েছেন আকবর হোসেন মজুমদার। তারা দুজনেই পেশাদার সাংবাদিক। গতকাল রোববার তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, এই নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে দুই বছর।

প্রজ্ঞাপনে বলা হয়, যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠন-এর সাথে কর্মণ্ডসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, আজ যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান বিবিসির সাংবাদিক আকবর হোসেন মজুমদার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আকবর হোসেন মজুমদারকে অন্য যেকোনো পেশা, ব্যবসা, কিংবা সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মণ্ডসম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। তিনি তার যোগদানের তারিখ থেকে আগামী দুই বছর যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে দায়িত্ব পালন করবেন।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

নিয়োগ পাওয়া দুজনেই পেশাদার সাংবাদিক। এদের মধ্যে আকবর হোসেন বিবিসির ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন।