ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ড. ইউনূস যদি শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন তা হবে দুঃখজনক

এবি পার্টি
ড. ইউনূস যদি শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন তা হবে দুঃখজনক

আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ড. ইউনূসের মতো শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া জননন্দিত ব্যক্তিত্ব যদি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে তা হবে খুবই দুঃখজনক। তিনি বলেছেন, আমরা এবি পার্টির পক্ষ থেকে দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাচ্ছি, আসুন সরকারের দিকে তাকিয়ে না থেকে গণঅভ্যুত্থানের অংশীদার সকল পক্ষ মিলে অস্থিরতা পরিহার করে ধৈর্য ও সহনশীলতার ভিত্তিতে একটি সমঝোতা সনদ তৈরি করি। আমরা আমাদের দলের উদ্যোগে শিগগিরই বৈষম্যবিরোধী সকল ছাত্র-জনতাকে নিয়ে গণঅভ্যুত্থান সনদ তৈরির পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনাকর সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ ও শান্তি রক্ষায় করণীয় বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, দেশের সব ঘটনার দায় এই সরকারকে নিতে হবে। কোনো একটা দুর্ঘটনা, রক্তপাতের দায়ও সরকার এড়াতে পারবেন না। শুধু সরকার নয়, আমরা যারা গণঅভ্যুত্থানের অংশীদার ছিলাম কেউই এর দায় এড়াতে পারবো না। আগামী দিনে ৩০-৪০ বছর পরেও যে কোনো দুর্ঘটনার, যে কোনো অন্যায়ের দায়ে আমাদের বিচারের মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত