ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আজ ভয়াল ২৯ নভেম্বর

আজ ভয়াল ২৯ নভেম্বর

আজ ভয়াল ২৯ নভেম্বর। ১৯৮৮ সালের এ দিনে সামুদ্রিক ঘূর্ণিঝড় হারিকেনের আঘাতে সুন্দরবন উপকূল লন্ডভন্ড হয়ে যায়। প্রবল ঘূর্ণিঝড় ঐ দিন রাত ৯টায় বঙ্গোপসাগরের রায়মঙ্গল পয়েন্ট দিয়ে অতিক্রম করে। ঝড়ের আঘাতে সুন্দরবন সংলগ? কয়রা, পাইকগাছা, সাতক্ষীরা, শ্যমগনর, গাবুরা, আশাশুনি, মুন্সিগঞ্জ, হরিনগর, কৈখালি, ভেটখালি, দাকোপের নলিয়ান, গুনারি, কালাবগি, সুতারখালি, বানিশান্তা, বাগেরহাটের মংলা, জয়মনি, রামপাল, বরগুনার পাথরঘাটা, ভোলার চরফ্যাশান, চরকুকুরিমুকরি, মনপুরা, নিঝুম দ্বীপ, পটুয়াখালির কুয়াকাটা, বাউফল, নোয়াখালির হাতিয়া দ্বীপসহ অন্যান্য এলাকা ব্যপক ক্ষতিগ্রস্ত হয়। জলোচ্ছাসে বেড়িবাঁধ ভেঙে গিয়ে মানুষের বসতবাড়ি, সহায় সম্পদ, গবাদিপশু, বিস্তীর্ণ এলাকার আমন ফসলের ক্ষেতখামার, মাছের ঘেরসহ গাছগাছলি লন্ডভন্ড হয়ে যায়। সুন্দরবনের হিরণ পয়েন্ট, দুবলারচর, কালিরচরসহ গহীন বনে অর্ধশত জেলে নিখোঁজ হয়। অনেক জেলের লাশ সুন্দরবনের নদী খালে ভাসতে দেখে উদ্ধার করে বন বিভাগ ও নিহতের স্বজনেরা। সেদিনে কথা মনে উঠলে আজো শিউরে উঠে সুন্দরবন উপকূলের সহায় সম্বল হারানো মানুষেরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত