ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আইনজীবী আলিফের পরিবারের জন্য ‘কোটি টাকার তহবিল’

আইনজীবী আলিফের পরিবারের জন্য ‘কোটি টাকার তহবিল’

চট্টগ্রামে সংঘাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবার যেন অর্থকষ্টে না ভোগে, সে জন্য এক কোটি টাকার তহবিল করার কথা জানিয়ে এসেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এর বাইরেও বিভিন্ন সংগঠন নানা সাহায্য সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে আলিফের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, ‘আমি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলামের পরিবারের জন্য কিছু সাহায্য নিয়ে এসেছি।

আমি আপনাদের মাধ্যমে ঘোষণা দিতে চাই, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন সাহেব, আমি ওই ফাউন্ডেশনের অ্যাডভাইজার, আমরা সাইফুল ইসলাম সাহেবের ছোট বাচ্চা, তার স্ত্রী, মা বাবা, পরিবার পরিজনের ভরণ পোষণ, চিকিৎসা ও শিক্ষার জন্য আমরা এক কোটি টাকার একটা ফান্ড তৈরি করছি। আজকে আমি এটার একটা অংশ এক লাখ টাকা উনাদের পরিবারের হাতে দিব। আগামী মাসে এসে আরেকটা ইন্সটলমেন্ট দিয়ে যাব।’

খালিদ হোসেন বলেন, ‘কীভাবে এই পরিবারটা স্বচ্ছলভাবে চলতে পারে, তারা যাতে আর্থিক অসঙ্গতিতে না পরে এ ব্যাপারে আমরা সচেতন। এ ছাড়া আস সুন্নাহ ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ সাহেব আমাদেরকে পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন। এটাও আমরা উনার পরিবারকে দিব। আল মানাহিল ফাউন্ডেশন, আমি উনাদেরকে রিকোয়েস্ট করেছি, উনারাও এক লাখ টাকা পাঠিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত