পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্বোধন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
পর্তুগালের রাজধানী লিসবনে সদ্য গঠিত পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্সের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর স্থানীয় সময় বিকালে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সেক্রেটারি জেনারেল আব্দুল আহাদ সালমান। সমাপনী বক্তব্যে চেম্বারের সভাপতি মোহাম্মদ জীবন অতিথিসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। আব্দুল আহাদ সালমান স্বাগত বক্তব্যে বলেন, অত্যন্ত গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে আমি আজ চেম্বার অফ কমার্স পর্তুগাল-বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে দাঁড়িয়ে আছি। এটি আমাদের দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং কূটনৈতিক বন্ধনকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করে। বিশেষ করে সেক্রেটারি অব স্টেট এর অটল সমর্থন এবং উপস্থিতিতে আমাদের সম্মানিত করেছে। অ
াপনার দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্ব আমাদেরকে অর্থপূর্ণ সহযোগিতার জন্য অনুপ্রাণিত করে। এ ছাড়াও অ্যাঙ্গোলান কূটনৈতিক প্রতিনিধি দলকে স্বাগত জানাতে পারা আমাদের জন্য সম্মানের বিষয়। আপনাদের অংশগ্রহণ লুসোফোন দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান আন্তঃসংযোগকে হাইলাইট করে, একতা এবং ভাগ করে নেয়া সমৃদ্ধি বৃদ্ধি করে। আব্দুল আহাদ সালমান বলেন, অ্যাঙ্গোলার প্রাণবন্ত শহর লুয়ান্ডা থেকে আটলান্টিদা ইনস্টিটিউটের ডিন স্ট্যানিস্লা ব্যারোসকে অনুষ্ঠানে পেয়ে আমরা সৌভাগ্যবান।
ব্রাজিলের চেম্বার অব কমার্সের কূটনৈতিক প্রতিনিধি দল আমাদের সঙ্গে যোগ দেয়ায় ব্রাজিল এবং পর্তুগালের মধ্যে সহযোগিতার সেতুকে শক্তিশালী করবে বলে আমরা আশা করি।
এ ছাড়াও লিসবন জেলা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি ডা. জোয়াকুইন ফেরেইরা, পর্তুগিজ সরকারের উপদেষ্টা পাওলো নুনেস, চেম্বারের আইন উপদেষ্টা ডা. আলেকজান্দ্রে ক্যাটানো, আগা খান ফাউন্ডেশনের প্রতিনিধি সার্জিও অলিভেরা এবং জোয়াও কুইরোজ, ইউনেস্কো এবং ওএনইউ-এর প্রতিনিধি প্রফেসর ডেভিড মায়া হিন্দু সম্প্রদায় থেকে আসা প্রতিনিধি দলসহ অতিথিদের স্বাগত জানান আব্দুল আহাদ সালমান। তিনি বলেন, এই চেম্বার একটি প্রতিষ্ঠানের চেয়ে বেশি; এটি একটি সেতু যা জাতি, সংস্কৃতি এবং শিল্পকে একত্রিত করে। এটি অংশীদারিত্বের চেতনাকে মূর্ত করে এবং উদ্ভাবন, সংলাপ এবং বৃদ্ধির জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। একসঙ্গে আমরা এমন সুযোগের পথ প্রশস্ত করব, যা কেবল পর্তুগাল এবং বাংলাদেশ নয়, আমাদের বর্ধিত বিশ্ব সম্প্রদায়কেও উপকৃত করবে। চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে পর্তুগিজ সরকারের উপদেষ্টা পাওলো নুনেস, লিসবন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি ডা. জোয়াকুইন ফেরেইরা, ব্রাজিলের চেম্বার অব কমার্সের কূটনৈতিক প্রতিনিধিদল, অ্যাঙ্গোলান কূটনৈতিক প্রতিনিধিদল, লুয়ান্ডার আটলান্টিদা ইনস্টিটিউটের ডিন স্ট্যানিস্লা ব্যারোস, আগা খান ফাউন্ডেশনের প্রতিনিধিদলসহ বাংলাদেশ ও পর্তুগালের ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।