পুরস্কারে ভূষিত হলেন ডা. বাসুদেব কুমার সাহা

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নাক কান গলা রোগ চিকিৎসায় বিশেষ অবদান এবং রোগীদের নিয়ে ব্যতিক্রমী এক স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক প্রামাণ্যচিত্র চিত্র Patient’s Follwo up in House এর জন্য Nepal International Excellence Award ২০২৪ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের উদিয়মান নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন ডা. বাসুদেব কুমার সাহা।

Nepal Bangladesh Friendship Association এর আয়োজনে গতকাল শুক্রবার নেপালের কাঠমান্ডুতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশি চিকিৎসক হিসেবে আন্তর্জাতিক এই পুরস্কার প্রাপ্তিতে বাংলাদেশের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. বাসুদেব কুমার সাহা।

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই বিশেষজ্ঞ চিকিৎসক বর্তমানে কাজ করছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায়, নাক কান গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান হিসেবে। এ ছাড়া রাজধানী ঢাকার শান্তিনগরে অবস্থিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে চিফ কনসালটেন্ট হিসেবে নিয়মিত রোগী দেখছেন এবং অপারেশন করছেন।

নাক কান গলা রোগের বিভিন্ন বিষয় নিয়ে তিনি নিয়মিত সামাজিক মাধ্যমে লিখালিখি করেন এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন। স্বাস্থ্য বিষয়ক ডকুমেন্টারি এবং ভিডিও তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছেন এই চিকিৎসক। সম্প্রতি ইএনটি রোগীদের নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো তিনি আয়োজন করেছেন Patient’s Follwo up in House নামে এক ব্যতিক্রমী অনুষ্ঠান।