ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার সংশ্লিষ্ট অপরাধী রাজনীতিকদের নানাবিধ অপকর্ম ও অপরাধের সহযোগী আমলাদেরও গ্রেপ্তার পূর্বক বিচারের দাবি জানিয়ে এক বিবৃতিতে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মো. নূরুল ইসলাম খান বলেছেন, সম্প্রতি সরকারের আমলা সচিবরা বলার চেষ্টা করছে যে, বিগত সরকারের আমলে জনপ্রশাসন সম্পূর্ণরূপে রাজনীতির কাছে জিম্মি ছিল। তাদের এ বক্তব্য গ্রহণযেগ্য হতে পারে না। এ প্রকৃত পক্ষে তখন আমলাদের অনেকেই রাজনীতিকদের জিম্মি করে তাদের মাথায় কাঠাল ভেঙে খেয়েছেন। তখন সংখ্যাগড়িষ্ঠ আমলারা এতটা দাপটের সাথে ছিলেন যে, মন্ত্রী এম পিদেরও নিয়মিত অভিযোগ ছিল যে, আমলারা রাজনীতিকদের কথা শুনছেন না। বিগত ১৫ বছরে অবৈধ ও অযৌক্তিক হারে সম্পদ আহরণের ক্ষেত্রে রাজনীতিকদের তুলনায় আমলাদের কেউ কেউ কোনো অংশেই পিছিয়ে ছিলেন না। এটি দেশের অভ্যন্তরে অবৈধ বিপুল সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে যেমন সত্য তেমনি সত্য অবৈধ উপায়ে বিদেশে বিপুল টাকা পাচার করে সেখানে বাড়ি, ফ্ল্যাট ও অন্যান্য সম্পত্তির মালিকানা অর্জনের ক্ষেত্রেও।