ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গাজীপুরে গ্যাসের চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ দগ্ধ ৩

গাজীপুরে গ্যাসের চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ দগ্ধ ৩

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার তৃপ্তি হোটেলে শুক্রবার গ্যাসের চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ ৩ জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত বাবুর্চি আলম আহমেদকে (২৩) একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, হোটেলের দ্বিতীয় তলায় রান্নাঘরে গ্যাসের চুলা লিক হয়ে চুলার চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাবুর্চি আলম আহমেদ, সহকারী বাবুর্চি মাহিদুল ও কথিত ছানির মা আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আহত বাবুর্চি আলম আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয় এবং মাহিদুল ও ছানির মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। বাবুর্চি আলম আহমেদের উভয় পায়ের হাঁটুর নিচে পেছনের অংশ দগ্ধ হয়েছে। এদিকে আলো-বাতাসবিহীন বদ্ধ ভবনে হোটেলটির বান্নার কারণে দুর্ঘটনার আশঙ্কায় প্রতিবেশীরাও আতঙ্কে থাকেন বলে থানায় অভিযোগ করেছেন। হোটেলটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলেও স্থানীয়দের অভিযোগ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত