অস্থিরতা বন্ধ করতে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই
খন্দকার মোশাররফ হোসেন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। চলমান অস্থিরতা বন্ধ করতে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই বলে মনে করেন সাবেক এই মন্ত্রী। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ড. মোশাররফ বলেন, চট্টগ্রামে আইনজীবী হত্যায় হিন্দুদের গ্রেফতার করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে সরকার। তারা আরো ষড়যন্ত্র করতে পারে, সেগুলো মোকাবিলায় সরকারকে তৎপর হতে হবে। আইনজীবী সাইফুল আলিফ হত্যাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা বন্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই।
দেশের সাম্প্রতিক অস্থিরতা বন্ধ করতে অন্তর্বর্তী সরকারের নির্বাচনি রোডম্যাপ ঘোষণার কোনো বিকল্প নেই। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, জুলাই আগস্ট আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছে। এই আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের ক্ষমতা গ্রহণের পর থেকেই বিএনপির পক্ষ থেকে সমর্থন দিয়ে আসছি। আমরা চাই তারা সফল হোক। সাবেক এই মন্ত্রী বলেন, পতিত স্বৈরাচারী সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার করা প্রয়োজন। সব বৈষম্য এ সরকার দূর করতে পারবে এটা আমরা মনে করি না। কিন্তু সংস্কার শুরু করবে, এরপর জনগণের নির্বাচিত সরকার এসে সেটা পূরণ করবে।