ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নভেম্বরে দেশে রাজনৈতিক সহিংসতা কমেছে : এমএসএফ

নভেম্বরে দেশে রাজনৈতিক সহিংসতা কমেছে : এমএসএফ

অক্টোবরের চেয়ে চলতি মাসে (নভেম্বরে) দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা ও মামলার সংখ্যা কমেছে। তবে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাসহ নিজেদের অর্ন্তদ্বন্দ্ব অনেকাংশে বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও জনমনে ভীতির সঞ্চার করেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) পক্ষ থেকে এসব দাবি করা হয়েছে।

দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফের সংগৃহীত তথ্য অনুযায়ী, নভেম্বরে মানবাধিকার লংঘনের ঘটনা পর্যালোচনা করে এই মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বিভিন্ন পরিস্থিতি আলাদাভাবে তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে রাজনৈতিক সহিংসতার ৩৯টি ঘটনার শিকার হয়েছেন ৪১৪ জন। তাদের মধ্যে ৭ জন নিহত ও ৪০৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭ জন গুলিবিদ্ধ। নিহতদের মধ্যে ১ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছে, যারা সবাই বিএনপির নেতাকর্মী। ২৮টি ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলজনিত, ৫টি বিএনপি-আওয়ামী লীগের মধ্যে, ১টি আওয়ামী লীগের দলীয় কোন্দল, ১টি আওয়ামী লীগ-জামায়াত, ৩টি ঘটনা ঘটেছে বিএনপি ও জামায়াতের মধ্যে এবং ১টি ঘটনায় ছাত্র জনতা জাতীয় পার্টির অফিসে হামলা সংক্রান্ত।

এর পাশাপাশি দুষ্কৃতিকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের ওপর হামলার ৩৬টি ঘটনা ঘটেছে। এ সকল ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন ৪৩ জন। এদের মধ্যে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন ৬ জন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ৪ জন এবং ৩ জনের মৃত্যু হয়েছে রহস্যজনকভাবে। নিহতদের মধ্যে ৯ জন আওয়ামী লীগ, ৩ জন বিএনপি এবং ১ জন জামায়াতে ইসলামের নেতা-কর্মী।

প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে চা খাওয়া, চিকিৎসায় অবহেলা, কটূ কথা, বাসে ওঠা ইত্যাদি বিষয় নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও লুটপাটে জড়িয়ে পড়ছে। এ মাসে বিভিন্ন হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে অন্তত চারটি বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে যেখানে আহত হয়েছেন প্রায় ২২২ জন শিক্ষার্থীসহ নারী ও শিশু।

নভেম্বরে সাংবাদিকতার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের চিত্র উদ্বেগজনক উল্লেখ করে এমএসএফের প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে ৩২টি ঘটনায় ৩১ জন সাংবাদিক দেশের বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে হামলা, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন। নানাভাবে আক্রান্ত সাংবাদিকদের মধ্যে ১৮ জন সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ও হামলার শিকার হয়েছেন। লাঞ্ছিত ও হুমকির শিকার হয়েছেন ৯ জন সাংবাদিক, ১ জন সাংবাদিকের বিরুদ্ধে বিস্ফোরক মামলা এবং প্রকাশিত একটি নিবন্ধের জন্য বাংলা দৈনিক যুগান্তরের ৩ জন সাংবাদিকের প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট বিভাগ। এ ছাড়া এ মাসে পেশাগত দায়িত্ব পালনের সময় সংঘর্ষের মধ্যে ৫ জন সাংবাদিক আহত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত