বগুড়া টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ

শিক্ষার্থী সৌরভ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বগুড়ার টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী আলী হোসেন সৌরভ হত্যার ঘটনায় মামলার প্রধান দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত সোমবার দুপুর সোয়া ১টার দিকে রাজশাহী জেলার মতিহার উপজেলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার প্রধান দুই আসামি বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকার আলমগীর তালুকদারের ছেলে নাজিম তালুকদার (২০) এবং নাজমুল তালুকদার (৩২)। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া র্যা ব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর মতিহার এলাকা থেকে বগুড়া র‌্যাব-১২ এবং রাজশাহী র্যা ব-৫ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। গত ২ নভেম্বর শনিবার রাতে বগুড়া টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, বগুড়া সদরের ঠেঙ্গামারা তালুকদার পাড়ার আব্দুল মমিন সাকিদারের ছেলে আলী হোসেন সৌরভকে ডেকে নিয়ে (১৯) মুখ চেনা দুর্বৃত্তরা হত্যা করে।