ঢাকা ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনগণের পাশে থাকবে বিআরপি

ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনগণের পাশে থাকবে বিআরপি

মামলা বাণিজ্য ও হয়রানিমূলক মামলা প্রতিরোধে ‘বিআরপি কমিউনিটি প্রটেকশন লিগ্যাল এইড’ স্কিম বিনামূল্যে প্রদান করবে বাংলাদেশ সংস্কারবাদী দল (বিআরপি)। গত রোববার জাতীয় প্রেসক্লাবে বিআরপি আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. সোহেল রানা তার বক্তব্যে বলেন, ‘জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানের শাহিদদের রক্তে অর্জিত এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কোনো অন্যায় এবং অবিচার করতে দেয়া হবে না। বাংলাদেশ সংস্কারবাদী পার্টি জনগণের পাশে থাকবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে।

বিআরপি-এর সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম সঞ্চালনায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ডক্টর কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. নিয়ামত আলী অন্যান্য বক্তার মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুস সালাম শিকদার, মো. নাজমুল আলম, সৈয়দ মো. মাসুদ রানা, লায়ন মো. জাহিদ হোসেন পলাশ, ড. নাজমুল করিম, মো. মোবারক হোসাইন (পারভেজ), মো. সাইদুজ্জামান, মো. মাহবুবুর রহমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত