ঢাকা ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত তিন

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত তিন

ঢাকার সাভারের বলিয়ারপুরে প্রাইভেটকারের সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার এসএন সিএনজি এন্ড এলপিজি ফিলিং স্টেশনের সামনে এদুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের আরো দুই যাত্রী। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিমউদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন। আহতরা হলেন শাহাবুদ্দিন ও আব্দুল জলিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত মজিবুরসহ গাড়িতে পাঁচজন ছিল। তারা প্রাইভেটকারযোগে সাভারের দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ণ নিচ্ছিলেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত