সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পৌষ মাস আসতে বাকি আর ১২ দিন। তবে সারাদেশে এখনো জেঁকে বসেনি শীত। দেশের উত্তরাঞ্চলে ভোরে শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা। অন্যদিকে রাজধানীতে এখনো তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। ফলে দেশজুড়ে তীব্র শীতের জন্য অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, গতকাল মঙ্গলবার থেকে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস অব্যাহত থাকতে পারে। তবে এ মাসের দ্বিতীয়ার্ধে পশ্চিম ও উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সকালে তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।