ইলিয়াস কাঞ্চন
সড়ক নিরাপদ করা সরকার ও রাজনৈতিক নেতাদের ওপর নির্ভর করে
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
নিরাপদ সড়কের বিষয়টি সরকার এবং রাজনৈতিক দলগুলোর নেতাদের ইচ্ছার ওপর নির্ভর করে বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনা কতখানি কমবে সেটি সরকার ও রাজনৈতিক নেতাদের ওপর নির্ভর করে। আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন সরকারের পাশাপাশি বিরোধীদলের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলাম। কারণ, কোনো সরকার এককভাবে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারে না। বিরোধীদল সরকারের সব কাজে সমালোচনার মাধ্যমে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইলিয়াস কাঞ্চন বলেন, নিসচা দীর্ঘ ৩১ বছর ধরে সড়ককে নিরাপদ করার জন্য যে সামাজিক আন্দোলন চালিয়ে আসছে তা আজ দেশের মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এদেশের মানুষকে ভালোবেসে আমরা কাজ করে যাচ্ছি । তিনি বলেন, আমরা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছি। নিরাপদ সড়ক সংক্রান্ত বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছি। আমি সবসময় নিরাপদ সড়কের জন্য কাজ করেছি। কিন্তু আমাকে সর্বদা কোনো না কোনো ট্যাগ দেয়া হয়েছে। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বলা হয়েছিল আমি নাকি আওয়ামী লীগের লোক। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ট্যাগ দেয়া হয়েছিল আমি নাকি বিএনপির লোক। তিনি বলেন, ফলে আমরা যে কাজটি করতে চেয়েছি সেটি করতে পারিনি। এই ট্যাগ লাগানোর ভয়ে গত ১৫ বছর আমি কারো কাছে যেতে পারিনি।