‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি চলতি সপ্তাহেই হবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। গতকাল রোববার সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির জন্য এমন সময় নির্ধারণ করেন। এ বিষয়ে শুনানির জন্য উপস্থাপন করা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ মামলাটি আজ শুনানির জন্য টপে থাকার কথা ছিল। কিন্তু তা আসেনি। সেজন্য এটি দ্রুত শুনানির আবেদন করছি। আগামী বুধ অথবা বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির অনুরোধ করছি। আপিল বিভাগ বলেছেন, চলতি সপ্তাহেই শুনানি হয়ে যাবে। এর আগে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।