ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কমবে তাপমাত্রা বাড়বে শীতের প্রকোপ

কমবে তাপমাত্রা বাড়বে শীতের প্রকোপ

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। রাজধানীসহ দেশের সব অঞ্চলেই বেড়েছে শীতের তীব্রতা। তবে আজ বুধবার থেকে তাপমাত্রা আরো কমে সারাদেশে শীতের প্রকোপ বাড়তে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বুধবার থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়বে। গত ২৪ ঘণ্টায় দেশের তিনটি অঞ্চলের কিছুটা বৃষ্টিপাত হয়েছে। যা তাপমাত্রা কমাতে সহায়তা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত