ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি

রংপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি

যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। দিবসটি উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা এবং রঙিন পতাকা দ্বারা সুসজ্জিত করা হবে। সকল সরকারি, আধাসরকারি, স্বায়্ত্তশাসিত ও বেসরকারি ভবন-স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে। ১৫ ডিসেম্বর রংপুর শিশু একাডেমিতে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রংপুর টাউন হল কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। রংপুর পুলিশ লাইন্সের সামনে ৩১ বার তোপধ্বনির মধ্যমে দিবসের সূচনা হবে। সকাল ৯টায় রংপুর সার্কিট হাউসে জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া পতাকা বিধি অনুযায়ী সকল সরকারি, আধাসরকারি, স্বায়্ত্তশাসিত ও বেসরকারি ভবন/স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

দিবসটি উপলক্ষ্যে সকাল ১০:৩০ মিনিটে রংপুর জিলা স্কুল মাঠে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হবে। সকাল ১১টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেয়া হবে।

বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে জেলার মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। দুপুরে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, পথ শিশু পুর্নবাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবা যত্ন কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

জেলা ও উপজেলা পর্যায়ে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান সুবিধাজনক সময়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে টি-টয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, নৌকা বাইচ, ফুটবল, কাবাডি ও হা-ডু-ডু খেলার আয়োজন করা হবে। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হলসমূহে বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং মিলনায়তন-উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত