গত ঈদুল আজহায় ১৫ লাখ টাকায় ছাগল কেনার বুকিং দিয়ে আলোচনায় আসা তরুণ মুশফিকুর ইফাতের (২০) বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ইফাত আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। গত রোববার (৮ ডিসেম্বর) আফরোজা নামে এক নারী বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি করেন। থানা সূত্রে জানা গেছে, লালমাটিয়া ও ধানমন্ডি এলাকায় অভিযুক্ত ইফাতের গ্যাং বাহিনী রয়েছে। গত ৭ ডিসেম্বর ধানমন্ডি এলাকায় বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল হামিদ সোয়াদের (১৬) ওপর ইফাত ও তার গ্যাং সদস্যরা হামলা চালায়।