ঢাকা ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

স্বৈরাচারের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

জামায়াত আমির
স্বৈরাচারের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

ঢাকা জেলা কর্মী সম্মেলনে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদেরকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী হাসিনার ষড়যন্ত্র রুখতে হবে। গতকাল শুক্রবার সকাল ১১টার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, বিগত সাড়ে ১৫ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের ওপর যে রকম জুলুম করা হয়েছে বাংলাদেশের অন্য কোনো দলের ওপর সে জুলুম করা হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত