প্রধানমন্ত্রিত্ব হারানোর শঙ্কার মধ্যেই গত শুক্রবার মন্ত্রিসভায় রদবদল এনেছেস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, গত শুক্রবার ট্রুডো শপথ অনুষ্ঠানে অংশ নেন এবং পরে তার নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন। খবর এপির। কানাডায় ট্রুডো তার নেতৃত্ব নিয়ে বর্তমানে ক্রমবর্ধমান অসন্তোষের মুখোমুখি হয়েছেন। এরই মধ্যে গত সোমবার অর্থমন্ত্রী আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন। সম্প্রতি বিভিন্ন জরিপে ট্রুডোর প্রতি জনসমর্থন কমার বিষয়টি ফুটে উঠেছে। নিজ দলের মধ্যেও বেড়েছে তার বিরোধিতা। এছাড়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়ে রেখেছেন। ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি মোকাবিলায় নীতি নির্ধারণে হিমশিম খাচ্ছে দেশটি। এ সবের মধ্যেই অর্থমন্ত্রী ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগ কানাডার রাজনীতিকে আরো অস্থির করে তুলেছে। নীতি নির্ধারণে মতবিরোধ ও অর্থমন্ত্রীর পদত্যাগের পর পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে পড়েন ট্রুডো।