ভেঙে ফেলা নিজামীর ফলক পুনরায় উন্মোচন

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী ২০০৬ সালের ১৩ অক্টোবর পাবনা সার্কিট হাউজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা ভেঙে ফেলা হয়।

গতকাল বুধবার বিকালে নিজামীর ছেলে ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় পাবনা সার্কিট হাউজে মোনাজাত করে সেই ফলক নতুন করে উন্মোচন করেন।

এর আগে সেখানে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসেন সংক্ষিপ্ত বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনূর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) ওয়ালিউর রহমান রুবেল, ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা মরহুম আব্দুস সুবহানের ছেলে আব্দুল হালিম লালসহ পাবনা ও সাঁথিয়ার জামায়াতে ইসলামীর নেতারা।