মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সিরাজদিখান উপজেলা আ.লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য। গতকাল বুধবার বাসাইল ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে। মামলাটি করেছেন গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জ শহরে গুলিতে আহত মো. মঞ্জিল মোল্লা। সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন, গ্রেপ্তার সাইফুল ইসলামকে মুন্সীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।