উন্নয়ন বঞ্চিত রংপুরকে এগিয়ে নিতে সঠিক রাজনৈতিক নেতৃত্ব, কৃষিতে সমতা, অঞ্চল ভিত্তিক বাজেট বরাদ্দ, কৃষিভিত্তি শিল্প গড়ে তোলা, তরুণ উদ্যোক্তা তৈরিসহ সমন্বিত উদ্যোগ নেয়ার বিষয়ে বৈষম্য নিরসন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দিনব্যাপী নগরীর আরকে রোডে এনজিও ব্যুরো এর হলরুমে ‘উন্নয়ন বৈষম্যের শিকার রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র্য, শিল্পায়নে বন্ধ্যত্ব এবং বাজেট বৈষম্য নিরসনে করণীয় শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।