ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ফায়ার ফাইটারকে ট্রাকচাপা

চালক-হেলপার কারাগারে

চালক-হেলপার কারাগারে

সচিবালয়ে আগুন নেভানোর সময় ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার চালক বেলাল হোসেন ওরফে সুমন ও হেলপার মো. ফরহাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামিদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের এপি মো. রুহল আমিন মোল্লা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করেন। এজাহারে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে সচিবালয়ের আগুন লাগে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত