মসজিদের জন্য নীতিমালা করা হচ্ছে

ধর্ম উপদেষ্টা

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পটুয়াখালী প্রতিনিধি

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদের জন্য নীতিমালা এবং ইমামদের বেতন-ভাতা গ্রেডভিত্তিক করা হচ্ছে। সমাজ গঠনে ইমাম, মুয়াজ্জিন ও খতিবরা ভূমিকা পালন করেন। তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না। গতকাল সোমবার পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, মসজিদের খতিব ও ইমামণ্ডমুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় উপদেষ্টা আরো বলেন, হজে নিয়ে ভালো খাবার এবং যেখানে রাখার কথা সেখানে না রেখে কোনো কোনো এজেন্সি হাজীদের সঙ্গে দুর্ব্যবহার করে। এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে। হজের খরচ দুই ক্যাটাগরিতে কমিয়ে আনা হয়েছে। ড. আ ফ ম খালিদ হোসেন সংখ্যালঘুদের প্রসঙ্গে বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার একটিও ধর্মীয় উগ্রবাদের কারণে ঘটেনি, রাজনৈতিক কারণে ঘটেছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ৯২টি মামলা হয়েছে।