ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সৌরভের খুনিরা এখনো প্রকাশ্যে

সৌরভের খুনিরা এখনো প্রকাশ্যে

গত ২ নভেম্বর শনিবার রাতে বগুড়া টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, বগুড়া সদরের ঠেঙ্গামারা তালুকদার পাড়ার আব্দুল মমিন সাকিদারের ছেলে আলী হোসেন সৌরভকে ডেকে নিয়ে (১৯) মুখ চেনা দুর্বৃত্তরা হত্যা করে। ২৫ নভেম্বর দুপুর সোয়া ১টার দিকে রাজশাহী জেলার মতিহার উপজেলা এলাকা থেকে র‌্যাব-১২ প্রধান দুজন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার প্রধান দুই আসামি বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকার আলমগীর তালুকদারের ছেলে নাজিম তালুকদার (২০) এবং নাজমুল তালুকদার (৩২)। ১ ডিসেম্বর এই মামলার ৪ নম্বর আসামি বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকার আবুল কাশেমের বাড়ির ভাড়াটিয়া মো. জাহিদ ম্যাজিস্ট্রেটের কোর্টে আত্মসমর্পণ করলে সব চুপচাপ। মামলায় সুনসান নীরবতা! না আছে নতুন আসামি গ্রেফতারে উদ্যোগ না আছে ধৃত আসামিদের রিমান্ডে নেয়ার চেষ্টা। পক্ষান্তরে এই মামলার অন্যান্য আসামিরা বুক ফুলিয়ে এলাকায় দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। মামলার ৫ নম্বর আসামি বগুড়া সদরের ঠেঙ্গামারা গ্রামের, আল আমিন পেস্তার ছেলে পিয়াস, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহর ছত্রছায়ায় দীর্ঘ সময় ধরে রাজনীতির আড়ালে যাবতীয় অপকর্মের হোতা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় এলাকায়। বিগত দিনে আওয়ামী সন্ত্রাসী লীগের ছাত্রলীগ নেতা পিয়াস বর্তমান বগুড়া সদর থানা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তার ছেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফিটিংবাজ, মেয়ে ও মাদক ব্যবসা, কিশোর গ্যাং সৃষ্টির পাশাপাশি যাবতীয় অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড সামনে থেকে নেতৃত্ব দেয়। টিএমএসএস হাসপাতালের সিসিটিভি ফুটেজ হতে খুনিদের শনাক্ত করা গেলেও অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়নি। এলাকাবাসীর ধারণা, সৌরভের খুনিরা প্রভাবশালী হওয়ায় এবং রাজনৈতিক ছত্রছায়ায় এখনো ধরাছোঁয়ার বাইরে!

সৌরভের সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, নিহত সৌরভ জুলাই আন্দোলনের ময়দানের অন্যতম যোদ্ধা এবং এলাকায় প্রতিবাদী তরুণ হিসেবে পরিচিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত