ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নতুন বছরের শুরুতে বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি

নতুন বছরের শুরুতে বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি

২০২৫ সালের ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস সেন্সাস ব্যুরো। তাদের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বে জনসংখ্যা বেড়েছে প্রায় ৭ কোটি ১১ লাখ ৭৮ হাজার ৮৭ জন। ইউএস সেন্সাস ব্যুরোর তথ্য অনুসারে, ২০২৫ সালের শুরুতে বিশ্বের মোট জনসংখ্যা দাঁড়াবে ৮০৯ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৫১১ জন। ২০২৪ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল দশমিক ৮৯ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিশ্বজুড়ে জন্মহার কিছুটা কমেছে। ২০২৩ সালে যেখানে ৭ কোটি ৫০ লাখের বেশি শিশু জন্মেছিল, ২০২৪ সালের এ সংখ্যা সামান্য কম বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান গড় হিসাবে, ২০২৫ সালে প্রতি সেকেন্ডে গড়ে ৪ দশমিক ২ জন শিশু জন্ম নেবে এবং ২ জন মানুষের মৃত্যু হবে। তবে মাসভিত্তিক জন্ম ও মৃত্যুহারের তারতম্যের কারণে এই গড় পরিসংখ্যান ভিন্ন হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এছাড়া, ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রতি ৯ সেকেন্ডে একজন শিশু জন্ম নেবে এবং প্রতি ৯ দশমিক ৪ সেকেন্ডে একজন মানুষের মৃত্যু ঘটবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বিশ্বের জনসংখ্যার দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে ভারত। ২০২৪ সালের জুলাই মাসে ১৪০ কোটি ৯১ লাখ ২৮ হাজার ২৯৬ জন মানুষ নিয়ে চীনকে ছাড়িয়ে ভারত এই অবস্থান দখল করে। সে সময় চীনের জনসংখ্যা ছিল ১৪০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৯২৯ জন। মার্কিন জনজরিপ সংস্থা মনে করছে, ২০২৫ সালেও জনসংখ্যার তালিকায় ভারত ও চীন যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় অবস্থান ধরে রাখতে সক্ষম হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত