নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তন নামে সরকারি মাধ্যমিক স্কুলে অর্থের বিনিময়ে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষক মো. সুলতানের বিরুদ্ধে।
এ বছর লটারিতে ভর্তি করায় অনেক মেধাবী শিক্ষার্থী স্কুলটিতে ভর্তি হতে পারেনি। তাদের অভিভাবকরা সাংবাদিকদের কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ভর্তি করার অভিযোগ করেন।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর থেকে অপেক্ষমান তালিকায় ভর্তি করা হয়। স্কুল কর্তৃপক্ষ জানায় অপেক্ষমাণ তালিকা থেকে ১৩ জন শিক্ষার্থীকে ভর্তি করা যাবে। কিন্তু স্কুলে গিয়ে দেখা যায় ৪৩ সিরিয়ালের এক শিক্ষার্থীকে ভর্তি করেছেন প্রধান শিক্ষক। অভিভাবককে বলে দিয়েছেন, কেউ জিজ্ঞেস করলে বলবেন, ইউএনও ম্যাডামের সুপারিশে প্রধান শিক্ষক ভর্তি করেছেন। এ ব্যপারে অনেক অভিভাবক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রধান শিক্ষক মো. সুলতান ঘুষ নেয়ার কথা অস্বীকার করেছেন।