নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১টি দেশীয় একনলা বন্দুক, ৪টি রকেট ফ্লেয়ার ও ৫টি দেশীয় অস্ত্রসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়ামণ্ডউল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন বিভিন্ন চর এলাকার জনগণের উপর দুর্ধর্ষ সন্ত্রাসী মো. শামীম উদ্দিনের নেতৃত্বে একদল কুখ্যাত সন্ত্রাসীদল দীর্ঘদিন যাবত জমিদখল, চাঁদাবাজি এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করত। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি একনলা দেশীয় বন্দুক, ৫টি দেশীয় অস্ত্র এবং ৪টি রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী মো. শামিম উদ্দিন (৩৭) কে আটক করা হয়। জব্দকৃত সব আলামতসহ আটককৃত সন্ত্রাসীকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।